টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০লক্ষ টাকা মূল্যের সাড়ে ১৩হাজার পিস ইয়াবা বড়িসহ ৩জনকে আটক করেছে।
সুত্র জানায়,গত ৯জুন রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ মডেল থানার এসআই সানাউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা বড়িসহ দক্ষিণ লেঙ্গুরবিলের মনির আহমদের পুত্র মোঃ ছিদ্দিক (২০) কে আটক করে। অপরদিকে টেকনাফ মডেল থানার এসআই আলমগীর হোসেন সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হ্নীলা হোয়াব্রাং ব্রীজে অভিযান চালিয়ে ৯হাজার ৫শ পিস ইয়াবা বড়িসহ মৌলভী বাজারের মৃত রশিদ উল্লাহর পুত্র জামাল উদ্দিন (৩০) ও নাটমোরা পাড়ার মৃত মকবুর আহমদের পুত্র বেলাল উদ্দিনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।