হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে অজ্ঞাতনামা বেওয়ারিশ ব্যক্তি ও পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। তাদের স্থানীয়দের সহায়তায় দাফন করা হয়েছে। জানা যায়,২৪ জানুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে উপজেলার হ্নীলা পুরান বাজার ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শ্বে সড়কে ষাটোর্ধ্ব অজ্ঞাতনামা এক ব্যক্তি ইন্তেকাল করেন। এরপর সাড়ে ১১টারদিকে হ্নীলা সুলিশপাড়ায় মায়ের সাথে বাড়ি দেখা-শুনা করার সময় অসাবধানতাবশত ফুলের ডেইলের দিলদার আহমদ ও রোজিনা আক্তারের ছোট মেয়ে মাহিয়া আক্তার মাহি ১বছর ৬মাস বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট নেওয়া হলে কর্মব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বাদে জোহর উভয়কে পৃথক জানাজার মাধ্যমে দরগাহ গোরস্থানে দাফন করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।