টেকনাফে বিজিবি জওয়ানেরা ফের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফের দেড়কোটি টাকা মূল্যের ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
বিজিবি সুত্র জানায়,গত ১৩জুন রাত ১১টারদিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের সাবরাং বিওপির নায়েব সুবেদার মতিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সাবরাং বিওপির দক্ষিন-পূর্ব কোনে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার খবর পেয়ে অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় টর্চ লাইট মারলে ২জন লোক পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঐ স্থান তল্লাশী করে ২টি পুটলা উদ্ধার করে। যা ব্যাটেলিয়ন সদরে গননা করে ১কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।