২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত, এএসআই সজীবসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদকঃ টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২জন ইয়াবা কারবারি নিহত হয়েছে। এসময় ৮টি দেশীয় তৈরী বন্দুক, ২০ হাজার পিস ইয়াবা ও ২০টি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, টেকনাফ উপজেলার নাজির পাড়া এলাকার আজহার মিয়ার ছেলে ও স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি ও বিকাশ এজেন্ট নূর মোহাম্মদ (৪০) ও জালিয়াপাড়ার গ্রামের আব্দুর শুুক্কুরের ছেলে নুরুল আমিন (৩৫)।

শুক্রবার (২২) রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে।

এসময় আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই সঞ্জীব, কনস্টেবল আল আমিন, সাইফুল ইসলাম, আরসাদুল ও সাব্বির।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানান, ‘পুলিশে হাতে একদিন আগে আটক হওয়া ইয়াবা কারবারি নুর মোহাম্মদ (৪০) ও নুরুল আমিন (৩৫) কে নিয়ে অভিযানে যান টেকনাফ থানার একটি পুলিশদল। এসময় টেকনাফ উপজেলার রাজারছড়া পাহাড়ি এলাকায় পৌছলে পুলিশের হাতে আটক হওয়া আসামীদের কেড়ে নিতে একদল ইয়াবা কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এঘটনায় পুলিশ ৪২ রাউন্ড গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী করে ৮টি দেশীয় তৈরী বন্দুক, ২০ হাজার পিস ইয়াবা ও ২০টি তাজা কার্তুজ ও গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে উদ্ধার করেছে পুলিশ। আহতদের দ্রুত টেকনাফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহত নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অভিযোগে ১০ টি ও নুরুল আমিনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, সাংবাদিক হামলা মামলা, অর্থ লন্ডারিং, বিশেষ ক্ষমতা আইন সহ ৩টি মামলা রয়েছে। মৃতদেহ ২ টি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।