টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৪লাখ ৩১হাজার ৮শ ইয়াবা বড়ি উদ্ধার করেছে এবং বহনের দায়ে এক বৃদ্ধাকে আটক করা হয়েছে।
বলে জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়-২মার্চ ভোররাত ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী মিয়ানমার হতে ইয়াবার বড় ধরনের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির বিশেষ টহলদল নিয়ে সাবরাং লেজিরপাড়া পয়েন্টে অবস্থান নেয়। রাত সাড়ে ৪টারদিকে কয়েকজন লোক একটি ব্যাগ নিয়ে সামনে আসতে দেখলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করা মাত্র ব্যাগটি ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১২কোটি ৩০লক্ষ টাকা মূল্যমানের ৪লাখ ১০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এদিকে ১মার্চ রাত ১০টারদিকে টেকনাফের হোয়াইক্যং বিওপি ফাঁড়ির দায়িত্বরত বিজিবি জওয়ানেরা যাত্রীবাহী বাস তল্লাশী করে ২১হাজার ৮শ ইয়াবা বড়িসহ টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী পাড়ার মৃত ইসুলুর স্ত্রী হাবিয়া খাতুন (৫৫)কে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।