বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের মিঠাপানির চড়া এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ছুরি, ৬ রাউন্ড গুলি ও ২টি খালি ম্যাগজিন উদ্ধার করেছে। সোমবার রাত পৌনে ২টার দিকে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ওই সব উদ্ধার করে।
টেকনাফ স্টেশন কমান্ডার লে. জাফর ইমাম সজীব জানান, একদল ডাকাত মিঠাপানির চড়া সড়কে ডাকাতি করার জন্য প্রস্ততি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। ওইসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়ে। কোস্টগার্ডও পাল্টা ২ রাউন্ড গুলি করে। এই সময় ডাকাতদল পিছু হটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ছুরি, ৬ রাউন্ড গুলি ও ২টি খালি ম্যাগজিন উদ্ধার করে কোস্টগার্ড।
আটক মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।