২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

টেকনাফে ভোটার হালনাগাদে ৩৫১টি ফরম বাতিল

টেকনাফে ভোটার হালনাগাদে ৩৫১টি ফরম বাতিল করা হয়েছে। তবে হোয়াইক্যং ইউনিয়নের কোন ফরম বাতিল হয়নি। বিশেষ কমিটি কতৃক বাছাইয়ে গৃহীত হয়েছে ১৩২৭টি ফরম। ১টি পৌরসভা এবং ৬টি ইউনিয়ন থেকে নির্ধারিত তারিখের মধ্যে সর্বমোট ১৬৭৮টি ফরম জমা দেয়া হয়েছিল। বর্তমানে টেকনাফ উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ১০ জন। ৯ জানুয়ারী সংশ্লিষ্ট কার্যালয় সুত্রে এতথ্য জানা গেছে। বর্তমানে বাতিল হওয়া ফরমের বিরুদ্ধে আপীল কার্যক্রম চলছে।
জানা যায় বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদে নতুন ভাবে ভোটার হওয়ার জন্য টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন থেকে ৫০টি ফরম জমা পড়েছিল। বিশেষ কমিটি কতৃক বাছাইয়ে গৃহীত হয়েছে ৫০টি ফরম। কোন ফরম বাতিল হয়নি। হ্নীলা ইউনিয়ন থেকে ১৯৭টি ফরম জমা পড়েছিল। বিশেষ কমিটি কতৃক বাছাইয়ে গৃহীত হয়েছে ১৫৬টি ফরম। ৪১টি ফরম বাতিল হয়েছে। টেকনাফ সদর ইউনিয়ন থেকে ৬০৮টি ফরম জমা পড়েছিল। বিশেষ কমিটি কতৃক বাছাইয়ে গৃহীত হয়েছে ৫০৭টি ফরম। ১০১টি ফরম বাতিল হয়েছে। সাবরাং ইউনিয়ন থেকে ২০৭টি ফরম জমা পড়েছিল। বিশেষ কমিটি কতৃক বাছাইয়ে গৃহীত হয়েছে ১৭৬টি ফরম। ৩১টি ফরম বাতিল হয়েছে। বাহারছড়া ইউনিয়ন থেকে ১৯টি ফরম জমা পড়েছিল। বিশেষ কমিটি কতৃক বাছাইয়ে গৃহীত হয়েছে ১৬টি ফরম। ৩টি ফরম বাতিল হয়েছে। সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন থেকে ৪৯টি ফরম জমা পড়েছিল। বিশেষ কমিটি কতৃক বাছাইয়ে গৃহীত হয়েছে ৪৭টি ফরম। ২টি ফরম বাতিল হয়েছে। টেকনাফ পৌরসভা থেকে ৫৪৮টি ফরম জমা পড়েছিল। বিশেষ কমিটি কতৃক বাছাইয়ে গৃহীত হয়েছে ৩৭৫টি ফরম। ১৭৩টি ফরম বাতিল হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুরুল ইসলাম জানান এটি চলমান প্রক্রিয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।