২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

টেকনাফে মাদককারবারীর গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

রহমত উল্লাহ টেকনাফ:

টেকনাফে গুলি করে ছাত্রলীগ নেতা মো: উসমান সিকদার (৩৮)কে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় এ ঘটনা ঘটৈ।

নিহত ছাত্রলীগ নেতা উসমান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

এ ঘটনার খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান, সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সাবরাং ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্না টেকনাফ হাসপাতালে ছুটে আসেন। এসময় নিহতের পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। ইয়াবা ব্যবসায়ীদের বাঁধা হওয়ায় ইয়াবা ব্যবসায়ী মো.শাকের, কেফায়েত উল্লাহ’র বাহিনীরা গুলি করে উসমানকে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চায়।

এদিকে গত কয়েকদিন আগে একটি অটোরিকশা ছুরির ঘটনায় প্রতিবাদ করায় ওইসব ইয়াবা ব্যবসায়ীরা উসমানকে মারধরও করেছিল। নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।