টেকনাফ নাফনদীতে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মিয়ানমারের আম বোঝাই ট্রলার জব্দ করেছে।
সুত্র জানায়,১২মে সকাল সাড়ে ১০টার সময় টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের সদর বিওপির হাবিলদার শামসুল আলমের নেতৃত্বে জওয়ানেরা নতুন ব্রীজ নাফনদীতে অভিযান চালিয়ে মায়ানমার হতে পাচার হয়ে আসা ৫হাজার ২শ ৫০ কেজি আমসহ ট্রলার জব্দ করে। আমের বাজার মুল্য ৬লক্ষ্য ৮২হাজার ৫শ টাকা এবং ট্রলারের মূল্য ১৫লক্ষ টাকাসহ সর্বমোট ২১লক্ষ ৮২হাজার ৫শ টাকা। জব্দকৃত আম ও ট্রলার টেকনাফ শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।