বিশেষ প্রতিবেদক:
সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় আবারো রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ অক্টোবর) ভোর ৪ টার দিকে শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে বলে জানা গেছে।
এই ঘটনায় ৩৫ জন নারী, শিশু ও পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে আরও রোহিঙ্গা বোঝাই নৌকা এসেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তাদেরকে স্থানীয় দাংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হযেছে।
স্থানীয় গনমাধ্যম কর্মী আবদুল মাবুদের বরাত দিয়ে টেকনাফের সাংবাদিক হুমায়ুন রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নানা ভাবে যোগাযোগ করেও প্রশাসনের কারো বক্তব্য নেয়া সম্বভ হয়নি।
এদিকে বুধবার সকাল ৮ টার দিকে টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিমের বরাত দিয়ে বলেন, নৌকা ডুবির ঘটনা সত্য নয়, নৌকাটি চরে এসে আটকা পড়লে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নিয়ে আসে।
পরে বিস্তারিত আসছে—-
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।