কক্সবাজারের টেকনাফে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সাবরাং নাফ নদী লাগোয়া লবণের মাঠে এ অভিযান চালানো হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমার থেকে কয়েকজন পাচারকারী ইয়াবার চালান নিয়ে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় টেকনাফ উপজেলার সাবরাং বাজারের কাছে লবণ মাঠে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা ইয়াবা ভর্তি একটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ বিজিবি’র ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।