টেকনাফে পুলিশ-বিজিবি পৃথক অভিযান চালিয়ে ২৩ হাজার ২শ’ পিস ইয়াবা ও এক রোহিঙ্গাসহ দু’পাচারকারীকে আটক করে। জানা যায়, ২১ এপ্রিল সকাল সাড়ে ৭ টায় টেকনাফ বিওপি’র নায়েক মুবেদার শামশুল আলমের নেতৃত্বে বিজিবি জওয়ানরা টেকনাফ চৌধুরীপাড়ার নতুন জেটি ঘাট এলাকার লবণ মাঠ থেকে ৬০লাখ টাকা মূল্যের ২০ হাজার পিচ ইয়াবাসহ মিয়ানমার মংডু থানার দরগাপাড়ার খুইল্ল্যা মিয়ার পুত্র একরামকে (২৫) আটক করে। পরে আটককৃতকে থানায় হস্থান্তর করে পাচারে জড়িত থাকায় টেকনাফ সাইট পাড়া এলাকার ্রমর সিদ্দিকের পুত্র নুর আলম (৩২) প্রকাশ পুতিয়াকে পলাতক আসামী করে মামলার রুজু করে বিজিবি। অপরদিকে একইদিন দিবগত রাতে টেকনাফ মডেল থানায় এস.আই আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে হ্নীলা জাদিমুরা শাহ আলমের ব্রিক ফিল্ড সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ২শ’ পিস ইয়াবাসহ সাবরাং পানছড়ি পাড়া এলাকার হাজী ইউনুচের পুত্র ইসমাইল পুতুকে (৩৭) আটক করে। টেকনাফ ৪২ বিজিবির উপ-অধিনায়ক আবু রাসেল ছিদ্দীকী ও টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।