১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

এসএসসি ও দাখিল পরীক্ষা

টেকনাফে ২৫ স্কুল-মাদ্রাসার ১হাজার ৭শ ৩৬জন পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): সারাদেশের ন্যায় মাধ্যমিক স্তরে শুরু হতে যাওয়া টেকনাফের ১হাজার ৭শ ৩৬জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, ১ ফেব্রুয়ারী সকাল ১০টা হতে শুরু হতে যাওয়া ২০১৮সালের এএসসি পরীক্ষা টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়, শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়, নয়াপাড়া নবী হোসেন উচ্চ বিদ্যালয়, মারিশবনিয়া উচ্চ বিদ্যালয়, মলকাবানু উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়সহ মোট ৬টি প্রতিষ্ঠানের ছাত্র ১শ ৮৩জন, ছাত্রী ২শ ২৩জনসহ ৪শ ৬জন, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টেকনাফ পাইলট হাইস্কুল, সাবরাং উচ্চ বিদ্যালয় ও সেন্টমার্টিন বিএন উচ্চ বিদ্যালয়সহ মোট ৩টি প্রতিষ্ঠানের ছাত্র ১শ ৮১জন, ছাত্রী ৯৮জনসহ মোট ২শ ৭৯জন, হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হ্নীলা উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াবাজার উচ্চ বিদ্যালয়, কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয় ও শাপলাপুর উচ্চ বিদ্যালয়সহ মোট ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ২শ ৮৯জন, ছাত্রী ২শ ৬৩জনসহ ৫শ ৫২জন এবং দাখিল পরীক্ষা রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা, রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা, মৌলভীবাজার দারুল উলুম জমিরিয়া মাদ্রাসা, বাহারুল উলুম মাদ্রাসা, দারুত তাওহীদ বালিকা মাদ্রাসা, কাটাখালী রজতুন্নবী দাখিল মাদ্রাসা, বাহারছড়া তাফহিমূল কোরআন দাখিল মাদ্রাসা,শামলাপুর দাখিল মাদ্রাসা, বেগম লায়লা নুর মহিলা দাখিল মাদ্রাসা, রঙ্গিখালী খদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ও টেকনাফ বায়তুশ শরফ মোহাম্মদিয়া রিয়াজুল জন্নাহ দাখিল মাদ্রাসাসহ মোট ১১টি প্রতিষ্ঠানের ছাত্র ২শ ৩০জন, ছাত্রী ২শ ৬৯জনসহ ৪শ ৯৯জন পরীক্ষার্থী রয়েছে। এসএসসি ও দাখিলের ৪টি কেন্দ্রে মোট ১হাজার ৭শ ৩৬জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের বিশেষ বৈঠক শেষে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমদাদ হোসাইন চৌধুরী, হোয়াইক্যং আলহাজ¦ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির ও দাখিলের একমাত্র কেন্দ্র রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নোমানকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।