বিশেষ প্রতিবেদকঃ টেকনাফে ১ একর ১০ শতক সরকারী খাস জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করেছে প্রশাসন।
বৃহস্পিতিবার বেলা ২ টায় ৩ কোটি টাকার দামের জমিটি দখলমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালিতে ১ একর ১০ শতক জমি দখল করে রেখেছিল কক্সবাজার শহরের হোটেল কক্স টুডে’র কর্তৃপক্ষ। ৩ কোটি টাকার মূল্যের সেই খাস জমির চারপাশে তারকাটার বেড়ার ও সাইনবোর্ড ঝুলিয়ে ছিল হোটেল কক্সটুডে। বিগত কয়েকদিন আগে সেই জমিতে স্থাপনা নির্মাণের জন্যও প্রস্তুত নিচ্ছিল অবৈধ দখলদাররা। আর স্থাপনা নির্মাণের সেই তথ্য পেয়ে বৃহস্পতিবার বিকেলে সরকারী জমি থেকে হোটেল কর্তৃপক্ষের সাইনবোর্ড গুড়িয়ে দিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন।
এ বিষয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) প্রনয় চাকমা বলেন, উপজেলার সমস্ত অবৈধ দখলদারদের অভিযানটি চলমান থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।