১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

টেকনাফে ৩ সন্তানের জননী ফেলে শালার বউ ও শিশু নিয়ে পালিয়েছে দুলা ভাই

Teknaf Pic-15-

টেকনাফের হ্নীলায় এক আদম পাচারকারী ও মাদক ব্যবসায়ী পরকীয়া প্রেমের জেরধরে নিজ ঘরের ৩ সন্তান ও স্ত্রী ফেলে শালার বউ ও শিশু মেয়ে নিয়ে উধাও হয়ে গেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়,গত ১৩মে শেষ বিকেলে টেকনাফ পল্লান পাড়ার ফরিদুল ইসলামের মেয়ে ও হ্নীলা সুলিশ পাড়ার নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ করিমের স্ত্রী সাজেদা বেগম (১৯) শ্বাশুড়ীকে স্বামীর সঙ্গে ডাক্তারের নিকট যাওয়ার কথা বলে ২ বছর ১০ মাসের শিশু কন্যা ও স্বামীর রক্ষিত ১৬ হাজার টাকা নিয়ে দীর্ঘদিনের পরকীয়া প্রেমের জেরধরে স্বামীর বড় বোনের জামাই ৩ সন্তানের জনক হোয়াব্রাং এলাকার ছৈয়দ আলমের পুত্র আদম পাচারকারী ও মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহীমের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। স্বামী মোহাম্মদ করিম সামাজিক সম্মান রক্ষার্থে গোপনে বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে এক মাত্র মেয়ের শোকে মুহ্যমান হওয়ায় বোন জামাইয়ের অপকর্মের কথা ফাঁস হয়ে যায়। এই ব্যাপারে লম্পট সাজেদার স্বামী বলেন দুঃচরিত্রা বোন জামাই যাদু-মন্ত্র ও টাকার লোভে ফেলে বউ নিয়ে চলে যাওয়ার আমার কোন দুঃখ নেই। আমার ২ বছর ১০ মাস বয়সের একমাত্র মেয়েটিকে ফেরত পেতে আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের আন্তরিক সহায়তা কামনা করছি। কোন সুহৃদ ব্যক্তি তাদের সন্ধান ফেলে ০১৭১৯-৯৯৩১৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য স্ববিনয়ে আহবান জানিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।