টেকনাফের উপকূলীয় এলাকায় বাড়ীর আশপাশে দেশীয় ফলদ,বনজ ও ওষধি বৃক্ষের বনায়নকে সমৃদ্ধ করনের লক্ষ্যে এনজিও সংস্থা কোডেক রেস্টোরেশন অব কোস্টাল ভেজিটেশন ইন হ্নীলা ইউনিয়ন অব টেকনাফ পেনিনসুলা প্রকল্পের আওতায় হ্নীলা ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৪হাজার ৪শ ৬৮টি চারা বিতরণ করা হয়েছে।
২৭জুলাই সকালে হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং হ্নীলা বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে চারা বিতরণ করা হয়। একই সাথে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৩০০টি চারা দিয়ে একটি প্রতিষ্ঠানিক বনায়ন করে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ১টি নারিকেল,১টি মাল্টা ও আ¤্রপালী আমনের কলমসহ মোট ৩টি করে চারা দেয়া হয়। ৩টি প্রতিষ্ঠানে সর্বমোট ৪,৪৬৮টি চারা বিতরণ করা হয়। চারা বিতরণ উপলক্ষ্যে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় হলরোমে স্কুলের প্রধান শিক্ষক মৌঃ আব্দুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কোডেক কর্মকর্তা শীতল কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠিতঅনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ছিলেন আইইউসিএন বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমদ,বিশেষ অতিথি ছিলেন কোডেকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম (পিএইচডি),এফ,এফ,এফ,এফ প্রজেক্টর জাতীয় সমন্বয়কারী সাহেদ মাহাবুব চৌধুরী প্রমূখ। এছাড়া টেকনাফ বনবিভাগের রেঞ্জ অফিসার তাপস কান্তি দে,উপকূলীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা নাসির উদ্দিন,চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগ,কক্সবাজার দক্ষিণ বনবিভাগ,প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির সদস্য ও প্রধানগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিতরণকৃত এসব চারা লালন পালনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরিবেশকে ভাল বাসার আগ্রহ সৃষ্টি হবে এবং সাথে তাদের পুষ্টির চাহিদাও মিটবে। তাদের মাতা-পিতাকে বনের গাছ-পালা ধ্বংসের ব্যাপারে সজাগ করার আহবান জানান। তিনি এসময় আরও ঘোষনা দেন এসব প্রতিষ্ঠান হতে যারা আগামীবার এসএসসি/আলিম পরীক্ষা দিবে;তাদের সবাই যদি পাশ করে,তাদের সবাই এবং প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণা দেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।