১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

টেকনাফে ৩দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু

Teknaf Pic-(A)-22-03-15
টেকনাফে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সুত্র জানায়,২২ মার্চ দুপুর ১২টায় টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে মেলা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, উপজেলা কৃষি অফিসার আবদুল লতিফ, মৎস্য অফিসার হুমায়ূন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা এলজিইডি কর্মকর্তা আবছার উদ্দীন, সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম,একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা রফিক উদ্দীন, আওয়ামী লীগ নেতা এমএ জহির প্রমূখ। এ সময় প্রধান অতিথি বলেন কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার অধিক ফলন লাভ করা সম্ভব হচ্ছে। কৃষি প্রধান এদেশে উন্নত প্রযুক্তির অভাবে ফসল ফলাতে কৃষকদের সীমাহীন ভোগান্তি হচ্ছে। তাই সচেতনতা বাড়াতে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কৃষি তথ্যসেবা চালুসহ চিত্র প্রর্দশনীর আয়োজন করার আহবান জানান। তাই বেকারত্ব দূরীকরনে সরকারের প্রদত্ত বাজেটে কৃষি চাষ করেও উন্নতির শিখরে পৌঁছতে হবে। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলায় লাল তীর,শেড ও প্রর্দশনী নার্সারীসহ বিভিন্ন স্থল পরিদর্শন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।