বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। যার মূল্য ৩০লাখ টাকা। এসময় ৫টি নৌকা জব্দ ও ২৫জন মাঝি-মাল্লাকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মোঃ রেদোয়ান উল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (৩ জুলাই) দুপুরে সাড়ে ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সেন্টমার্টিন থেকে টেকনাফ উপকূলে বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।
জব্দ করা নৌকায় থাকা ৫মণ বিভিন্ন প্রজাতির মাছ গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। পরে শুক্রবার (৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের সামনে জব্দ করা এক লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় ইউপি সদস্য হাবিব খান, আব্দুর রব , সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার ঘোষিত বঙ্গোপসাগরে টানা ৬৫দিন মৎস্য শিকার ও ক্রাস্টাসিয়ান্স (২০ মে ২৩ জুলাই পর্যন্ত) মাছ ধরা নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।