টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মালয়েশিয়া গমনের জন্য আসা সুনামগঞ্জ ও ঝিনাইদহ জেলার ৫ ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে।
সুত্র জানায়, ১৬ মে সকাল সাড়ে ৬টারদিকে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের সাবরাং বিওপির ল্যাঃ নাঃ মোঃ সবুর হোসেন এর নেতৃত্বে একটি নিয়মিত টহলদল সাবরাং ওবিএম ঘাট এলাকা অভিযান চালিয়ে মালয়েশিয়া নেওয়ার জন্য আনা সুনামগঞ্জ জেলার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মোঃ মনসুর আলী (৩৫), মোঃ সাবাজ আলীর ছেলে মোঃ আঃ কুদ্দুস (২৪), মোঃ আকুলামুল ইসলামের পুত্র মোঃ মাজহারুল ইসলাম (১৯), ঝিনাইদহ জেলার মোঃ নজরুল শাহর পুত্র মোঃ রতন শাহ (২৩) এবং মোঃ আখিরুল খাঁন লালুর পুত্র মোঃ শাহীন খান (২০) কে আটক করে। গত কয়েকদিন পূর্বে কক্সবাজার হতে সাগরপথে ফিশিং বোটযোগে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দালাল চক্রের সদস্যরা তাদেরকে নিয়ে যায়। গত কয়েকদিন যাবত মালয়েশিয়াগামীদের সাগরে ফিশিং বোটে ভাসমান অবস্থায় রাখে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাদেরকে সাবরাং ওবিএম ঘাট এলাকায় নামিয়ে দিয়ে যায়। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।