টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের জওয়ানেরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০ লক্ষ টাকার ইয়াবা বড়িসহ জুবায়ের নামে এক পাচারকারীকে আটক করেছে। সুত্র জানায়, ১১এপ্রিল সকাল সাড়ে ৮টারদিকে নাজিরপাড়া বিওপির হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে সাবরাং আলুগোলার প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ২৩হাজার ৪শ ৭২পিস ইয়াবা বড়িসহ নাজির পাড়ার মৃত বজল আহমদের পুত্র মোঃ জুবাইয়ের (২৪) কে আটক করে। যার বাজার মূল্য ৭০ লক্ষ ৪১ হাজার ৬শ টাকা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে ৪২বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।