টেকনাফ স্থলবন্দরের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাবড়ি উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা। তবে এসময় কেউ আটক হননি। শুক্রবার রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড টেকনাফ ষ্টেশন কর্মান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাফিউর রহমান জানান, একই দিন রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন সাইরং খালের পাশ্বেবর্তি পাহাড়ে ইয়াবা খালাসের গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম সেখানে অবস্থান নেন। এসময় পাচারকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা পেলে পালিয়ে যায়। ্ওই বস্তা থেকে ৭০ হাজার পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। যার দাম সাড়ে ৩ কোটি টাকা। ইয়াবাগুলো তাদের হেফাজতে রাখা হয়েছে। পরে উদ্ধর্তন কর্মকর্তাদের সামনে এগুলো ধ্বংস করা হবে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।