২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

টেকনাফের ‘বন্দুকযুদ্ধে’ জনপ্রতিনিধি নিহত

ইমাম খাইর:: টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য বহুল আলোচিত হামিদ মেম্বার (৪৫) প্রকাশ ডাকাত হামিদ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আহত হয়েছে তিন পুলিশ সদস্য।
১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদরের মহেষখালীয়াপাড়া নৌকা ঘাট এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটেছে।
এসময় ৪ টি এলজি (আগ্নেয়াস্ত্র), ১৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ২১ রাউন্ড কার্তুজের খোসা এবং ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
হামিদ মেম্বার ওরফে হামিদ ডাকাত ওই এলাকার মৃত আবুল হাসিম প্রকাশ হাশেমের ছেলে এবং ৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
তিনি বহু মামলার পলাতক আসামী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।
২ জুলাই সকাল সাড়ে সাতটার দিকে রিপোর্ট লেখাকালে ডাকাত হামিদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গ্রেফতারের পর হামিদ মেম্বার প্রকাশ ডাকাত হামিদকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মতে মহেষখালীয়াপাড়া নৌকা ঘাটে ইয়াবা উদ্ধার অভিযানে গেলে তার সহযোগী অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলে এসআই স্বপন চন্দ্র দাশ, এএসআই কাজী সাইফ উদ্দিন, কনস্টেবল রয়েল বডুয়া আহত হয়।
পুলিশও নিজেদের জীবন ও সরকারী সম্পত্তি রক্ষার্থে ৫০ রাউন্ড গুলি করে। এক পর্যায়ে মোঃ হামিদ প্রকাশ হামিদ মেম্বার ওরফে হামিদ ডাকাত গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলের আশপাশে ব্যাপক তল্লাশী করে ৪ টি এলজি (আগ্নেয়াস্ত্র), ১৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ২১ রাউন্ড কার্তুজের খোসা এবং ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ ডাকাত হামিদকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। রাত ৩.৪০ টার সময় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে, থানার রেকর্ডপত্র সিডিএমএস পর্যালোচনা করে দেখা গেছে, মোঃ হামিদ প্রকাশ হামিদ মেম্বার প্রকাশ হামিদ ডাকাতের বিরুদ্ধে (১) টেকনাফ থানার এফআইআর নং-৪১ (তারিখ- ২৮ ডিসেম্বর, ২০১৩), জিআর নং-৬৪৯ ধারা- ৭/৮ ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইন) (২) টেকনাফ থানার এফআইআর নং-০৬ (তারিখ- ০২ নভেম্বর, ২০১৪) জিআর নং-৬৩৭/১৪ ধারা- ৭/৮ ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইন (৩) কর্ণফুলী থানার এফআইআর নং-১২ (তারিখ- ২৮ জানুয়ারী, ২০১৪) ধারা- ১৯(১) এর ৯ (খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (৪) টেকনাফ থানার এফআইআর নং-১৮ (তারিখ- ১৭ জুলাই, ২০১১) জি আর নং-২৫৫/১১ ধারা- ৯(৩)/৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ (৫) টেকনাফ থানার এফআইআর নং-৮/৪৯ (তারিখ- ০৪ ফেব্রু, ২০১৮) ধারা- ১৪৩/৩৪১/১০৯/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ (৬) রামু থানার এফআইআর নং-৯/২৭৫, (তারিখ- ০৬ আগষ্ট, ২০১৭) ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (৭) টেকনাফ থানার এফআইআর নং-৭১ (তারিখ- ২৩ সেপ্টেম্বর, ২০১৪) জিআর নং-৫২৬/১৪ ধারা- ১৪৩/৩২৩/৩৬৫/৩৪২ পেনাল কোড-১৮৬০ (৮) টেকনাফ থানার এফআইআর নং-৬৫, (তারিখ- ১৭ মে ২০১৯) ধারা- ১৯-ধ/১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন (৯) টেকনাফ থানার এফআইআর নং-৫৩/১৮২ (তারিখ- ১৯ মার্চ, ২০১৯) ধারা- ১৯ (ধ)/১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন (১০) টেকনাফ থানার এফআইআর নং-৫৪/১৮৩ (তারিখ- ১৯ মার্চ, ২০১৯) ধারা- ৩৬(১) এর ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (১১) টেকনাফ থানার এফআইআর নং-৫৫/১৮৪ (তারিখ- ১৯ মার্চ, ২০১৯) ধারা- ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ (১২) জিআর ৫৯/১২, ধারা-১৪৩/৩২৩ পেনাল কোড এর এজাহারে অভিযুক্ত মর্মে তথ্য পাওয়া যায়। টেকনাফ থানার ওসি জানান, ঘটনা সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুত্র: সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।