১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৪ আশ্বিন, ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম

টেকনাফের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন

t26dc-640x336টেকনাফের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও প্রশাসনিক দপ্তর সমুহের কর্মকান্ড সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।

২৬ অক্টোবর সকাল ১০টারদিকে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন উপকূলীয় মেরিন ড্রাইভ সড়ক হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মনতলিয়া শাহীন শরীফ জব্বারিয়া প্রাইমারী স্কুল,পুরান পাড়া কমিউনিটি ক্লিনিক,শামলাপুর হাইস্কুল ও প্রাইমারী স্কুল পরিদর্শন করেন। এসময় প্রাইমারী স্কুলে শিক্ষক অনুপস্থিতির বিষয়টি ধরা পড়েন।

এরপর তিনি উত্তর শীলখালী প্রাইমারী স্কুল পরিদর্শন করেন। সেখানেও একই অবস্থা বিরাজমান দেখে তিনি শিক্ষারমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর জেলা প্রশাসক টেকনাফ সদর ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এতে তিনি জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বরত শিক্ষক,শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ঠিকমত পাঠদান করলে শিক্ষারমান ভাল হয়। অনেকে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না হলে শিক্ষারমান ভেঙ্গে পড়া স্বাভাবিক। এই ব্যাপারে কর্মরত শিক্ষক,প্রতিষ্ঠান পরিচালনা কমিটি এবং অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।

এছাড়া ১৯৯৪ সনে জরীপকৃত দিয়ারা খতিয়ান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ইহা চলমান প্রক্রিয়া। দিয়ারা জরীপে ভুল ত্র“টি থাকলে সঠিক কাগজপত্র দিয়ে ভূমি মালিকগণ সংশোধন করতে পারবেন। এতে সমস্যা সৃষ্টি হওয়ার কিছু নেই।

ভূমি অফিসে নামজারী করতে সাধারন মানুষের ভোগান্তি যাতে না হয় সে ব্যাপারে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। জনসেবার এই ভূমি অফিস সমুহকে দালালমুক্ত রাখারও পরামর্শ দেন। এরপর তিনি সাবরাং উচ্চ বিদ্যালয় ও সাবরাং-শাহপরীর দ্বীপের সড়কের ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন করেন।

এরপর জেলা প্রশাসক জানান আগামী শুষ্ক মৌসুমের মধ্যে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ও সড়কের উন্নয়ন কাজ শুরুর জন্য উর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ চলছে। তা বাস্তবায়িত হলে পাউবোর সঙ্গে যোগাযোগ করে উপকূলে সবুজ বনায়ন সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করা হবে। এরপর টেকনাফ পাইলট হাইস্কুল পরিদর্শন শেষে টেকনাফ মডেল থানা পরিদর্শন করেন।

এসময় টেকনাফ মডেল থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।

এসময় জেলা প্রশাসকের সাথে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম,সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোমেনা আক্তার, টেকনাফ মডেল থানার ওসি আব্দুল মজিদ,উপজেলা নির্বাহী প্রকৌশলী আবছার উদ্দিন,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি টেকনাফ থানা পরিদর্শন উপজেলা পরিষদ হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।