২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টেকপাড়ার করোনা আক্রান্ত রোগী ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এসেছে

কক্সবাজার পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের টেকপাড়া চৌমুহনী সংলগ্ন পশ্চিম পার্শ্বে টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রোডের করোনা রোগী গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার এসেছেন। তিনি মৃত এজাহার আহমদের পুত্র আবুল কালাম (৫৫)। কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে মাছ নিয়ে সেখানে তিনি ব্যবসা করেন। করোনা রোগী আবুল কালাম (৫৫) গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার এসে জেলা সদর হাসপাতালে গিয়ে সেখানে আউটডোরে চিকিৎসা করে টেকপাড়ায় নিজ বাড়িতে চলে আসেন।

স্থানীয় সমাজকর্মী ও তার প্রতিবেশী মোহাম্মদ মুরাদ জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে টেকনেশিয়ান এসে নারায়ণগঞ্জ থেকে আসা আবুল কালামের বাড়িতে গিয়ে ২১ এপ্রিল তার শরীরের স্যাম্পল সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে টেস্টে পাঠায়। বুধবার ২২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে আবুল কালামের স্যাম্পল টেস্টে করোনা ভাইরাস জীবাণু ধরা পড়ে।

এদিকে, করোনা রোগী আবুল কালামকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসন ইউনিটে এনে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এ্যাম্বুলেন্স গিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

কক্সবাজার পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম রুবেল জানান, করোনা ভাইরাস জীবাণু ধরা পড়া আবুল কালামের বাড়ি সহ তার সম্পৃক্ত আসা সকল বাড়ি, প্রতিষ্ঠান ও এলাকা লকডাউন (Lockdown) করে দেওয়ার জন্য কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্য টিম সহ তারা টেকপাড়ায় যাচ্ছেন বলে তিনি সিবিএন-কে জানান।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।