পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডসের পাশে নিজের নামটি লিখিয়ে নিয়েছেন মুমিনুল হক। এ নিয়ে টানা ১১টি টেস্টে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
শনিবার ৬টি চারের সাহায্যে ৮৩ বলে অর্ধশতক করেন মুমিনুল। পাকিস্তানের বিপক্ষে এটা তার দ্বিতীয় অর্ধশতক।
ওয়েস্ট ইন্ডিজের রিচার্ডস ছাড়াও টেস্ট ক্রিকেটে টানা ১১ ম্যাচে অর্ধশতক আছে ভারতের গৌতম গম্ভির ও বিরেন্দর শেবাগের।
খুলনায় প্রথম টেস্টে অর্ধশতক করে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান টেন্ডুলকার ও ইংল্যান্ডের জন এড্রিচের পাশে বসেছিলেন মুমিনুল।
টেস্ট ক্রিকেটে টানা সর্বোচ্চ অর্ধশতকের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ ম্যাচে অর্ধশতক করেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে চলতি ম্যাচটি মুমিনুলের ক্যারিয়ারের চতুর্দশ টেস্ট। একটি ম্যাচেই কেবল অর্ধশতক পাননি তিনি। সেটি ছিল তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচের দুই ইনিংসে ২৩ ও ২৯ রান করেন মুমিনুল। এর পর প্রতি ম্যাচেই অর্ধশতক পেয়েছেন তিনি।
মুমিনুলের আগের ১২টি পঞ্চাশ পার হওয়া ইনিংসের ৪টিই তিন অঙ্ক পেরিয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।