৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার

ডাকাতের চিৎকারে পুলিশকে গণপিটুনি

ফেনীর সোনগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামে আসামি ধরতে গিয়ে ডাকাত ও গ্রামবাসীর গণপিটুনিতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মামুন রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর চরচান্দিয়া গ্রামের মাঝি বাড়িতে ডাকাত জাহিদকে ধরতে অভিযান চালায়। এসময় ডাকাত জাহিদ ও তার বাড়ির লোকজন ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।

ডাকাত জাহিদসহ তারা পুলিশকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, মো. সালাহ উদ্দিন ও কনেস্টেবল আবুল হাসেম মারাত্মক আহত হন।

এ ঘটনায় পুলিশ ডাকাত জাহিদ ও তার বাবা ফকির আহাম্মদকে (৭০) গ্রেফতার করেছে।

আহত কনেস্টেবল আবুল হাসেমকে প্রথমে সোনাগাজী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির পুলিশ আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রোববার একই গ্রামের চৌধুরী পুকুরপাড় (চট্রগ্রাম সমাজ) এলাকার মোল্লা বাড়ির সোনাগাজী বাজারের রাকিন স্টোরের মালিক শামীম মাল্লার বাড়িতে ১০-১৫ জনের একদল ডাকাত লুটপাট চালায়। ওই মামলায় জাহিদকে আসামি করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।