এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় যাত্রীবাহি দুইটি চেয়ারকোচ (বাস) দুমুড়ে-মুছড়ে গেছে। ধাক্কার গতি প্রচন্ড হওয়ার কারনে ডাম্পারটি মহাসড়কের উপর ছিটকে পড়ে। ওইসময় দুটি বাসের চালকসহ অন্তত ১৫জন যাত্রী কমবেশি আহত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট পুলিশ ফাড়িঁর অদুরে এ দুর্ঘটনাটি ঘটেছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত তিনটি গাড়ি আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে মাসুদ পরিবহন নামের একটি লোকাল বাস (কক্সবাজার জ-১১-০১৯৪) ও অপর একটি যাত্রীবাহি মাইক্রোবাস (চট্টমেট্টো ল-১১-১৭৯৪) যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেয়। সকাল আনুমানিক ১০টার দিকে গাড়ি দুটি যাত্রী নিয়ে হাইওয়ে পুলিশ ফাঁিড়র সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাক গাড়ি (চট্টমেট্টো ল-১১৪ নং এর) বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহি দুটি গাড়িকে ধাক্কা দিয়ে ওইসময় ডাম্পার ট্রাকটি সড়কের উপর উল্টে পড়ে যায়। এ ঘটনায় দুটি বাসের চালকসহ অন্তত ১৫জন যাত্রী কমবেশি আহত হয়েছে। ঘটনার পরপর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সদস্যরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
আহতদের মধ্যে তাৎক্ষনিক ৯জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মাসুদ পরিবহনের চালক আনোয়ার হোসেন (৪০), হেলপার আবদুর রসিদ (২৫), গাড়ির যাত্রী মোহাম্মদ মামুন (৩০), ছফুরা বেগম (৫০), রমিছ আহমদ (৪৫), এরফান উদ্দিন (১৭), মাইক্রোবাসের যাত্রী নীনা বালা (৪৮), অনজলি বালা (৪০), রুপন দাশ (১৫)।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) মো.রুহুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।