দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখার আওতাধীন ডুলাহাজারা মডেল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু এর যৌথ স্বাক্ষরিত ৫ নভেম্বর ২০১৬ ইং তারিখের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সদ্য ঘোষিত নতুন কমিটিতে সভাপতি পদে মিনহাজ হোসাইন জিকু , সাধারণ সম্পাদক পদে রিয়াজ উদ্দিন (বাপ্পি)-কে মনোনীত করায় তারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । মিনহাজ হোছাইন জিকু ও রিয়াজ উদ্দীন বাপ্পি বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাদ্দাম হোসেন মিটু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করার মাধ্যমে ছাত্রলীগকে আরো গতিশীল করে একটি পরিছন্ন ছাত্রলীগ উপহার দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশকে ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের ক্ষেত্রে সার্বক্ষণিক সহযোগিতা করে যাবে বলে জানান। সদ্য ঘোষিত উক্ত কমিটিতে আব্দুল বারেক টিপু ও সাজ্জাদ হোছাইনকে সহ-সভাপতি, মাস্তুরুল হাসান ও ইয়াছির আরফাত আরেশকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আনাছ ও মো: আনিছুল্লাহকে সাংগাঠনিক সম্পাদকে মনোনিত করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।