১৬ এপ্রিল, ২০২৫ | ৩ বৈশাখ, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

ডুলাহাজারা ইসলামিয়া মাদরাসা ও সুপার উপজেলা পর্যায়ে শ্রেষ্ট


চকরিয়া উপজেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন ডুলাহাজারা ইসলামিয়া আরবীয়া দাখিল মাদরাসা। ২০ ফেব্রুয়ারী জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০১৭-তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের (প্রশাসন-০২) সেবা) কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে এ প্রতিষ্ঠানকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট মাদ্রাসা হিসেবে নির্বাচিত করা হয়। একই সাথে উক্ত প্রতিষ্ঠানের সুপার মুহাম্মদ নাছির উদ্দিনকে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে ঘোষনা করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০১৭ এর অংশ গ্রহণ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের (প্রশাসন-০২) সেবা) কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করে চকরিয়া উপজেলা প্রশাসন বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তত্বাবধানে প্রতিদ্বন্দী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা,দক্ষতা,অভিজ্ঞতা, নৈতিকতাও সৃজনশীলতাসহ বিভিন্ন মানদন্ডে যাছাই-বাছাইয়ের পর ডুলাহাজারা ইসলামিয়াা আরবীয়া দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ নাছির উদ্দিনকে দাখিল পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঘোষাণা করেন। তিনি বিগত ২০০১ সাল থেকে অদ্যাবধি সফলতার সাথে এ মাদ্রাসার দায়িত্ব পালন করে আসছেন। তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়ার হাজী মকতুল হোছাইনের ২য় পুত্র। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি তার এই কৃতিত্বের জন্য মাদ্রাসার সকল সহকর্মী, কর্মচারি ও ছাত্র-ছাত্রীসহ পরিচালনা কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে মাদরাসাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষনা করায় মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক চৌধুরী এমএ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অপরদিকে উপজেলা পর্যায়ে কেরাত ও হামদ্ নাত প্রতিযোগীতায় ২ জন ছাত্র প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন। উল্লেখ্য ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসা থেকে ২০১৬ সালের দাখিল ও এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষায় ৮২ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে পাশ করেছে সকলে। বর্তমানে মাদ্রসার ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭ শতাধিক। তৎমধ্যে বিজ্ঞানসহ মাদ্রাসা পর্যায়ে জেলায় একমাত্র কারিগরি শাখা রয়েছে এ প্রতিষ্ঠানে। এ প্রতিষ্ঠান গত ২০১৬ সালেও উপজেলা পর্যায় শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ট সুপারের গৌরব অর্জন করেন বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।