২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

ডুলাহাজারা ইসলামিয়া মাদরাসা ও সুপার উপজেলা পর্যায়ে শ্রেষ্ট


চকরিয়া উপজেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন ডুলাহাজারা ইসলামিয়া আরবীয়া দাখিল মাদরাসা। ২০ ফেব্রুয়ারী জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০১৭-তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের (প্রশাসন-০২) সেবা) কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে এ প্রতিষ্ঠানকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট মাদ্রাসা হিসেবে নির্বাচিত করা হয়। একই সাথে উক্ত প্রতিষ্ঠানের সুপার মুহাম্মদ নাছির উদ্দিনকে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে ঘোষনা করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০১৭ এর অংশ গ্রহণ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের (প্রশাসন-০২) সেবা) কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করে চকরিয়া উপজেলা প্রশাসন বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তত্বাবধানে প্রতিদ্বন্দী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা,দক্ষতা,অভিজ্ঞতা, নৈতিকতাও সৃজনশীলতাসহ বিভিন্ন মানদন্ডে যাছাই-বাছাইয়ের পর ডুলাহাজারা ইসলামিয়াা আরবীয়া দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ নাছির উদ্দিনকে দাখিল পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঘোষাণা করেন। তিনি বিগত ২০০১ সাল থেকে অদ্যাবধি সফলতার সাথে এ মাদ্রাসার দায়িত্ব পালন করে আসছেন। তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়ার হাজী মকতুল হোছাইনের ২য় পুত্র। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি তার এই কৃতিত্বের জন্য মাদ্রাসার সকল সহকর্মী, কর্মচারি ও ছাত্র-ছাত্রীসহ পরিচালনা কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে মাদরাসাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষনা করায় মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক চৌধুরী এমএ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অপরদিকে উপজেলা পর্যায়ে কেরাত ও হামদ্ নাত প্রতিযোগীতায় ২ জন ছাত্র প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন। উল্লেখ্য ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসা থেকে ২০১৬ সালের দাখিল ও এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষায় ৮২ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে পাশ করেছে সকলে। বর্তমানে মাদ্রসার ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭ শতাধিক। তৎমধ্যে বিজ্ঞানসহ মাদ্রাসা পর্যায়ে জেলায় একমাত্র কারিগরি শাখা রয়েছে এ প্রতিষ্ঠানে। এ প্রতিষ্ঠান গত ২০১৬ সালেও উপজেলা পর্যায় শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ট সুপারের গৌরব অর্জন করেন বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।