২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

ডেমু ভাঙচুরের ঘটনায় চবিতে ট্রেন চলাচল স্থগিত

05e30425283aded9a23edce411fac19ax700x400x39-jpeg3480xছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলাচলরত একটি ডেমু ট্রেন ভাঙচুর করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। সোমবার সকালে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ রেল স্টেশনে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে চবি ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সোমবার সকাল থেকে মহানগরীর কয়েকটি স্পটে বিক্ষোভ প্রদর্শন করে তার অনুসারী নেতাকর্মীরা। এ ঘটনায় ফতেয়াবাদ এলাকায় শহর থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগামী একটি শাটল ট্রেন আটক করে তারা। পরে সকাল সাড়ে দশটায় একই পথে আসা একটি ডেমু ট্রেনও আটক ও ভাঙচুর করেন ছাত্রলীগ কর্মীরা।

এ ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গামী সব ট্রেন চলাচল স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দীন বাংলা ট্রিবিউনকে জানান, ‘শহর থেকে ক্যাম্পাসগামী দুটি ট্রেন আটকের পর একটি ডেমু ট্রেনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের কিছু উচ্ছৃঙ্খল যুবক। এ ঘটনার পর ট্রেনগুলো শহরে ফিরিয়ে আনা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।’

এ তথ্য নিশ্চিত করে ষোলশহর স্টেশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাকির হোসেন বলেন, ‘সকাল সাড়ে দশটার দিকে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হওয়া একটি ডেমু ট্রেনে হামলা চালায় কিছু যুবক। এ ঘটনায় ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।