২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডোনাল্ড ট্রাম্পই প্রেসিডেন্ট

483208412-real-estate-tycoon-donald-trump-flashes-the-thumbs-up-jpg-crop_-promo-xlarge2-696x497
আমেরিকার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। রাজনীতির সব পন্ডিত এবং জ্যোতিষীদের ধারণা পাল্টে দিয়ে রাজনীতির বাইরের মানুষ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। যে দেশের মানুষ সিভিল ওয়ারের পথ হেঁটেছেন। গত শতাব্দীতে দুই দুইটি বিশ্বযুদ্ধ সামাল দিয়েছে। বিশ্ব সভ্যতার চলমান সংকটে মোকাবেলার জন্য নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্পের বিজয় অবিস্মরণীয়, অভাবিত এবং অপ্রত্যাশীত। রাজনীতিতে ঘাপটি মেরে থাকা লোকজনকে নাড়া দিতে চেয়েছিলেন সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয়া ডোনাল্ড ট্রাম্প। নিজের দলকে চ্যালেঞ্জ করে, রাজনীতির সমস্ত প্রথা ভংগ করে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন রাজনীতির সব হিসাব। মহান আমেরিকার জনগন সারা বিশ্বকে অবাক করে দিয়ে নির্বাচিত করেছে ডোনাল্ড ট্রাম্পকে। আবারো আরো মহান হওয়ার প্রত্যাশায় আমেরিকার জনগন নির্বাচিত করেছে ইতিহাসের এক ভিন্ন নেতা ডোনাল্ড ট্রাম্পকে।
বলেছিলেন”আমেরিকা উইল বি গ্রেট এগেইন”। আমেরিকার শ্বেতাঙ্গ জনগোষ্টি কথাটি বিশ্বাস করেছে। আমেরিকার মানুষ একের পর এক ঘটনায় তাদের চাপা ক্ষোভ প্রকাশ করেছে। নিকট অতীতের রাজনৈতিক অভিজ্ঞতায় আমেরিকার জনগণকে ক্ষোভ এবং হতাশ করে তুলেছে। ওয়াশিংটনের রাজনীতিবিদরা জগনের মনের কথা বুঝতে ব্যর্থ হয়েছিলেন।আমেরিকার জনগন এবারে ভোটের মাধ্যমে এর নিষ্টুর জবাব দিয়েছে।
আমেরিকার শ্বেতাঙ্গ ভোটারদের নীরব ভোট বিপ্লব ঘটেছে।রিপাবলিকান দলের বাঘা বাঘা প্রার্থীকে টপকে দিয়ে বাছাইপর্বেই বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ বার্তাটি রাজনৈতিক পণ্ডিতরা বুঝতে না পারলেও, বার্তাটি ধারন করেছে আমেরিকার মূলধারার মানুষজন। বলা হচ্ছিল, কম শিক্ষিত আর কর্মজীবি শ্বেতাঙ্গ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নেই। ফলাফলে দেখা গেছে, সব ধরনের শ্বেতাঙ্গদের ভোট পয়েছেন ডোনাল্ড ট্রাম্প।ইতিহাস সৃষ্টি করে আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ধনকুবের এবং সফল আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।
চাপা ক্ষোভ আর হতাশায় পড়ে থাকা আমেরিকার সাধারণ জনগন ডেমোক্রেট প্রার্থী হিলারী ক্লিন্টনকে প্রত্যাখ্যান করেছে।বিশ্বাসযোগ্যতা নিয়ে হিলারি আমেরিকার জনগনের কাছে নিজেকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে খুব বেশী করে। চেনা ঘরানার রাজনীতিবিদদের প্রতি কঠিন জবাব দিয়েছে আমেরিকার মানুষ। মূল্য দিতে হয়েছে ডেমোক্রেট দল এবং হিলারি সমর্থকদের।পশ্চিমা বিশ্বে জঙ্গীবাদ এবং ইসলামোফোবিয়ার উত্থানের এ সময়ে আমেরিকার জনগণ ব্যলটে জবাব দিয়েছে।
জঙ্গীবাদ আর মুসলামান ধর্মের নামে যারা তান্ডব করছে, তাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।আমেরিকার মুসলমানরা প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন হিলারির পক্ষে। আমেরিকার শ্বেতাঙ্গরা তাদের নিজস্ব ভীতি নিয়ে পাল্টা ঐক্য করেছে। ভোট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। নির্বাচিত হয়েছেন রাজনীতির বাইরের লোক ডোনাল্ড ট্রাম্প।
শ্বেতাঙ্গদের নীরব ভোট নিয়ে ধারণা করেতে পারেনি খোদ আমেরিকার গণমাধ্যম। প্রধান প্রধান গণমাধ্যম ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষেই ছিল পুরো সময়টাতে। ট্রাম্প নিজেই গণমাধ্যমকে প্রকাশ্যে গালাগালি করেছেন। প্রাতিষ্টিনিকতা এবং কর্পোরেট স্বার্থের প্রতিভূ সংবাদ মাধ্যমকে কোন পরোয়া করেননি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার জনগণের চলমান মনোভাবের কাছাকাছি ছিল ট্রাম্পের প্রকাশ্য অবস্থান। মঙ্গলবারের জনরায়ে দেখা গেছে তার প্রতিফলন। জয়ী হয়েছেন সময়ের নায়ক ডোনাল্ড ট্রাম্প।
উজ্জিবীত আমেরিকার শ্বেতাঙ্গরা। আমেরিকার নিকট অতীতে ওয়াশিংটনে ক্ষমতা এমন নিরঙ্কুশ দেখা যায়নি। কংগ্রেস, সিনেট এবং হোয়াইট হাউসে রিপাবলিকান একচেটিয়া আধিপত্য কোথায় নিয়ে যাবে ক্ষমতার দৌরাত্ম তা নিয়ে অবশ্য ভাবিত অনেকেই। রাষ্ট্রের চার স্তম্ভের মধ্যে আমেরিকার সুপ্রিম কোর্টও নতুন বিচারপতি নিয়োগের পর রক্ষণশীলতার পাল্লা ভারী হয়ে উঠবে। একচেটিয়া ক্ষমতা নিয়ে আমেরিকাকে আবার মহান করার জন্য জনগন নির্বাচিত করেছে তাদের সময়ের নায়ক ডোনাল্ড ট্রাম্পকে।
ডেমোক্রেট প্রার্থী হিলারী ক্লিন্টনের পক্ষে কৃষ্ণাঙ্গরা উন্মাদনা নিয়ে ভোটকেন্দ্রে যায়নি। হিস্পানিকদের ভোট কেন্দ্রে যাওয়ার পরিমান বেড়েছে। হিস্পানিক অভিবাসীরা হিলারীর পক্ষে ভোট দিলেও নিরাশ করেনি ট্রাম্পকে। হিস্পানিকদের মধ্যেও একচেটিয়া ভোট পাননি হিলারী। ডেমোক্রেট দলের যুব তরুণ ভোটাররা চাঞ্চল্য নিয়ে ভোটকেন্দ্রে যায়নি। আমেরিকার নারীরাও হিলারীর পক্ষে হামলে পড়েনি একজন নারীকে প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করতে।প্রতিপক্ষের ব্যর্থতার পাহাড়ে দাঁড়িয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পতাকা উড়ালেন। আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে নতুন বাঁকের নায়ক,আমেরিকার শ্রেষ্টত্ব এবং নিজস্বতা নিয়ে ঐক্যবদ্ধ জনতার নেতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা আর কতোটা মহান হয়ে উঠবে-তা দেখার অপেক্ষায় এখন সারা বিশ্ব।
সূত্র: মুক্তিবার্তা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।