২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আর নেই

fb_img_1480981631606
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আর নেই। সোমবার রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

এর আগে রোববার সন্ধ্যায় তামিলনাড়ুর এই মুখ্যমন্ত্রী হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়। খবর এনডিটিভি

রোববার জয়ললিতার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চেন্নাইয়ের হাসপাতালের বাইরে তার ভক্তদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুধু জয়ার ভক্তরাই নয়, দলের নেতাকর্মী, আমজনতা সবারই গন্তব্য ছিল অ্যাপোলো হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে চেন্নাইয়ের স্কুলগুলো ছুটি ঘোষণা করা হয়।

এদিকে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনকের খবর শুনে তার এক ভক্ত হার্ট অ্যাটাকে মারা গেছেন। এরআগে, গত ৬ অক্টোবর কোয়েম্বাটোরে জয়ললিতার মৃত্যুর গুজব শুনে ৪৭ বছর বয়সী এক জয়া ভক্ত মারা যান।

বেশ কয়েক মাস ধরেই চেন্নাইয়ের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত সেপ্টেম্বরে শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় জনসম্মুখে আসেন তিনি। খুব দ্রুতই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছিলো। কিন্তু রোববার রাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলেন জয়ললিতা।

সাবেক এই চলচ্চিত্র তারকা তিনবার নির্বাচিত হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনীতিতে প্রবেশ করার আগে দক্ষিণী সিনেমার ডাকসাইটে অভিনেত্রী ছিলেন জয়াললিতা, তামিল-তেলেগু-কানাডা ভাষায় বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।