৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

‘তারুণ্যের প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই-‘ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন- তারুণ্যের প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যেমন শরীরকে সুস্থ ও সবল রাখে, তেমনি মনকেও প্রফুল্ল রাখে, প্রশস্ত করে।
শুক্রবার বিকেলে রামুর চাকমারকুল ইউনিয়নে সি গ্রীন স্পোটিং ক্লাব মিয়াজিরপাড়া কর্তৃক মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন।
এস এম সাদ্দাম হোসাইন বলেন- তরুণ সমাজ যেন একটি সুন্দর সমাজ বির্নিমান করতে পারে। মাদক থেকে দূরে এসে নিজেকে খেলাধুলায় নিয়োজিত রাখতে পারে। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে নিয়োজিত থাকে। সুন্দর এই আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- স্থানীয় সমাজসেবক গিয়াস উদ্দিন কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন- রামু থানার ওসি-তদন্ত অরুপ কুমার চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলি হোসেন কোম্পানি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক তারেক উদ্দিন মিশুক, জেলা ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম চৌধুরী প্রমূখ।
প্রসঙ্গত: উক্ত মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলার ৬৪টি দল অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে কক্সবাজার মুহুরি পাড়া খেলোয়াড় একাদশকে হারিয়েছে পূর্ব মোহাম্মদ পাড়া খেলোয়াড় একাদশ। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের মনির। তাঁকে সম্মাননা ক্রেস্ট তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম সাদ্দাম হোসাইন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।