২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

তারেকের ৫২ তম জন্মদিনের কেক কাটলেন খালেদা

tarek-sm20161120030030
বিদেশে অবস্থানরত চিকিৎসাধীন পুত্র ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২ তম জন্মদিন উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে কেক কাটলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কেক কাটেন।

তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে। ১৯৬৭ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে প্রথমে বিএনপি পক্ষ থেকে পরর্বতীতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের নেতাকর্মীদের নিয়ে আসা কেক কাটেন খালেদা জিয়া।

কেক কাটা শেষে খালেদা জিয়া বিদেশে অবস্থানরত ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলেন। কুশলাদি জানতে চান এবং জন্মদিনের শুভেচ্ছা জানান। কিছুক্ষণ পর খালেদা জিয়া কার্যালয়ের ব্যালকনিতে দাড়িয়ে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের শুভেচ্ছা তোমাদের প্রিয়জন তারেক রহমানকে জানিয়েছি। সে খুব খুশি হয়েছে এবং তোমাদের ধৈর্য্য ধারণ করতে বলেছেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্ঠা এম এ কাইয়ূম, সাবিহ উদ্দিন আহমেদ, আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগটনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, বিলকিস জাহান শিরিন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন বেশকিছু কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ২০ নভেম্বর রোববার বেলা ২টায় রাজধানীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর ৫২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পাশাপাশি তারেক রহমানের জন্মদিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ২০ নভেম্বর রোববার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এছাড়া ২১ নভেম্বর সোমবার বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জন্মদিন উপলক্ষে সারাদেশে জেলা, মহানগর, থানা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, দোয়া মাহফিল ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।