আগামী ২০ মে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের চূড়ান্ত নির্দেশনা দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একই সঙ্গে দলকে আরও গণমুখী করার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজের চিত্র জনগণের কাছে পেঁৗছে দেওয়ার তাগিদ দেবেন। একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য জানিয়ে বলেছেন, বিশেষ বর্ধিত সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হবে আওয়ামী লীগে। এ লক্ষ্যে দলের সদস্যপদ নবায়নের পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ অভিযান চলবে। প্রতিটি সাংগঠনিক জেলায় একটি করে ল্যাপটপ দেওয়া হবে। এই ল্যাপটপ নিয়েই সদস্য সংগ্রহ শুরু করবেন তৃণমূল নেতারা। দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমকালকে জানিয়েছেন, ২০ মে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠেয় বিশেষ বর্ধিত সভায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি নিজের সদস্য পদও নবায়ন করবেন। ২০ টাকার বিনিময়ে নতুন সদস্য হওয়া এবং সদস্য পদ নবায়নের সুযোগ থাকবে বলে জানা গেছে। কেন্দ্রীয় নেতারা বলেছেন, সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনের পর চার যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। তাদের সহযোগিতা করবেন আট সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ অ্যাডভোকেট, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর মধ্য দিয়ে আওয়ামী লীগে এক ধরনের শুদ্ধি অভিযানও শুরু হবে বলে নেতারা জানিয়েছেন। তারা বলেছেন, নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে আগাছা ও পরগাছাদের দল থেকে বাদ দেওয়া হবে। বিশেষ করে জামায়াত থেকে এসে যারা আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচিত প্রতিনিধি হয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি ও অসৎ কাজে জড়িত দলের নেতাকর্মীদেরও সাংগঠনিকভাবে শাস্তি দেওয়া হবে।
দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ৭৭টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, উপ-দপ্তর সম্পাদক এবং উপ-প্রচার সম্পাদকরা বিশেষ বর্ধিত সভায় উপস্থিত থাকবেন। প্রতিটি সাংগঠনিক জেলার নেতারা একটি করে ল্যাপটপ পাবেন। এ ছাড়া তৃণমূল নেতাদের হাতে গত বছরের ২২-২৩ অক্টোবর দলের ২০তম জাতীয় সম্মেলনে অনুমোদিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তুলে দেওয়া হবে।
সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বর্ধিত সভার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজের বিবরণ জনগণের সামনে তুলে ধরার জন্য তৃণমূল নেতাদের বিশেষ নির্দেশনা দেওয়া হবে। সেই সঙ্গে সরকারের গত আট বছরের উন্নয়নমূলক কাজের এবং আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী তৎপরতার ভিডিওচিত্র দেওয়া হবে।
উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া বলেছেন, বিশেষ বর্ধিত সভার পর ২১ মে সকাল সাড়ে ১০টায় ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে তথ্য ও গবেষণা সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, উপ-দপ্তর সম্পাদক এবং উপ-প্রচার সম্পাদকদের বৈঠক হবে। বৈঠকে ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।