বর্তমান সরকার জাতীয় বরাদ্দের অধিকাংশ দেশের তৃণমূল পর্যায়ে সুসমবন্ঠনের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আগামী ২০২১সালের মধ্যে দেশের দারিদ্র বিমোচন উল্লেখযোগ্য হারে হৃাস পেয়ে দেশের জাতীয় অর্থনীতি আরো শক্তিশালী হবে। গতকাল রোববার দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ এর নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
রোববার দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ আঙ্গিনায় অনুষ্ঠিত মাদক, জঙ্গিবাদ,সন্ত্রাস ও আইনশৃংখলা বিষয়ক আলোচনা সভা ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন উখিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি ও হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কায় কিসলু, রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী সহ ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, মসজিদের ইমাম, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উখিয়ার বর্তমান সময়ের আলোচিত বিষয় ইয়াবা পাচার ও সেবন। মুষ্টিমেয় গুটিকয়েক ইয়াবা পাচারকারী ও সেবনকারীদের কঠোর ভাবে আইনের আওতায় এনে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ঘটানোর দাবী জানানো হয়। একই সাথে এলাকায় যেকোন সন্দেহভাজন অপরিচিত লোকজনদের আনাগোনা, অবস্থান দ্রুত স্থানীয় লোকদের আইনশৃংখলাবাহিনীর নিকট তথ্য দিয়ে সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড ও জঙ্গি তৎপরতা প্রতিরোধের আহবান জানানো হয়।
আলোচনা সভায় চলতি ২০১৭সালের এসএসসি পরিক্ষায় পালংখালী ইউনিয়নের থাইংখালী খালী উচ্চ বিদ্যালয় থেকে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী সাবরিনা আকতার ঝুমুরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধ্বিত করা হয়। এছাড়াও পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। উল্লেখ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি কর্তৃক প্রায় দেড় কোটি টাকায় ব্যয়ে পালংখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রতি নির্মাণ কাজ সম্পন্ন হয়। উক্ত কমপ্লেক্স ভবনে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কৃষি তথ্য সেবা সহ বিভিন্ন ধরনের সরকারি ও বেসকারি সেবা সমূহ দ্রুত ও সহজে পাওয়া যাবে বলে ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।