শফিক আজাদ,(চীপ রিপোর্টার): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার উখিয়ার বালুখালী, শফিউল্লাহকাটা,জামতলী,ময়নারঘোনা বেশ কিছু এলাকায় মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা বাস্তুহারা অসহায় রোহিঙ্গারাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ১০হাজার রোহিঙ্গা মাঝে তিনি ১শ ১০ মেট্রিকটন ত্রাণসামগ্রী নিয়ে শনিবার ঢাকা থেকে উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে চট্রগ্রাম সার্কিট হাউজে শনিবার রাত যাপন করেন। রবিবার বেলা ১২টায় তিনি কক্সবাজারের উদ্দেশ্যে চট্রগ্রাম ত্যাগ করেন। সন্ধ্যায় কক্সবাজার পৌছান। কক্সবাজার সার্কিট হাউজে যাত্রী যাপন শেষে সোমবার সকালে উখিয়ার উদ্দেশ্যে যাত্রা দেবেন বিএনপি’র চেয়ারপার্সন।
উখিয়ায় বেগম জিয়ার আগমনকে সামনে রেখে নেতা কর্মীদের মাঝে সুষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। দীর্ঘদিন ঝিমিয়ে পড়া, মামলা, হামলার শিকার হয়ে দলীয় কর্মকান্ডে নিক্রিয় নেতারাও বেগম জিয়ার আগমনে উজ্জীবিত। যে যার মতো করে খালেদা জিয়াকে অভ্যান্তনা জানাতে ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুনে ছেঁয়ে গেছে উখিয়া। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ২দিন ধরে হাউজ ওয়ার্কের মাধ্যমে বেগম জিয়ার আগমনের কথা জানান দেন। যার ফলে সড়কের দু’পাশের্^ ব্যাপক নেতাকর্মী উপস্থিতির আশা করছেন উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। তিনি এসময় বলেন, দীর্ঘদিন পর বেগম জিয়া উখিয়ায় আগমনের নেতাকর্মীদের মাঝে উৎসাহের আমেজ পরিলক্ষিত করা যাচ্ছে। এক ফলক মেডাম জিয়াকে দেখতে উখিয়ায় ভীড় করবে হাজার হাজার দলীয় নেতাকর্মীরা। তবে এ ক্ষেত্রে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, সড়কে শান্তি শৃংখলা রক্ষায় আইনপ্রয়োগকারি সংস্থার লোকজনকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার গাড়ী বহরে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ প্রায় শতাধিক কেন্দ্রীয় নেতা কর্মী থাকার কথা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ত্রাণ বিতরণ কার্যক্রম সমপন্ন করতে শনিবার বালুখালী ও শফিউল্লাকাটা সহ বেশ কয়েকটি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। এসময় প্রতিনিদিল বলেন, বেগম জিয়া ১০হাজার রোহিঙ্গা নারী,পুরুষ,শিশুদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।
এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ সমন্বয়কারী মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, জাতীয় মহিলা দলের সভাপতি বেগম আফরোজা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুচ সালাম, জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।