২৭ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২ | ২৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ত্রাণ বিতরণের নামে উখিয়ায় প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা


শফিক আজাদ,(চীপ রিপোর্টার): ত্রাণ বিতরণের নামে উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুন অর রশিদের উপর ২০/২৫জনের দুর্বৃত্ত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এসময় বাধা দিতে গিয়ে একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাষ্টার শাহ জাহানের উপর বেপরোয়া হামলা চালিয়ে তাকেও গুরুর জখম করে। বর্তমানে আহত দুই শিক্ষককে উখিয়ার প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৭টার দিকে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সরকার দলীয় ব্যানারে চট্টগ্রামস্থ কিছু উশৃংখল যুবক কুতুপালংয়ে ত্রাণ দিতে আসে। এসময় তাদের ব্যবহৃত গাড়ী গুলো পাকিং করার জন্য উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে আসে। গাড়ী থেকে কয়েকজন যুবক নেমে প্রাথমিক বিদ্যালয়ের মুল গেইটের এক পাশ দিয়ে মাঠে ঢুকে। তাদের সাথে গাড়ী গুলো গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করায় যুবকেরা। ততক্ষণে খবর পেয়ে প্রধান শিক্ষক মাষ্টার হারুন অর রশিদ এসে তাদের নিকট থেকে বিষয়টি জানতে চাইলে তারা তেলে বেগুণে জ¦লে উঠে বেধড়ক মারধর করে মাঠিতে ফেলে দেয়। ওই সময় সহকারী শিক্ষক শাহজাহান প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পেছন থেকে দৌড়াই নিয়ে গিয়ে মরিচ্যা থেকে গাড়ী গুলো আটক করলেও দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ মরিচ্যা থেকে গাড়ী গুলো জব্ধ করে থানায় নিয়ে আসে।
উখিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার কামাল উদ্দিন বলেন, ত্রাণ বিতরণ করতে এসে একদল দুর্বৃত্ত কর্তৃক একজন শিক্ষকের উপর এ ধরনের হামলা কখনো কাম্য নয়। যেহেতু শিক্ষকেরা হচ্ছে জাতি গড়ার কারিগর এবং সম্মানিত ব্যক্তি। আমরা শিক্ষক সমাজ এসব ঘঠনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। তিনি আরো বলেন, এ ঘটনায় উখিয়ার সর্বস্তরের মানুষের আহবানে এক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে।
এব্যাপারে একাধিকবার চেষ্টা করেও উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়েরের নিকট থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, হামলাকারীরা যত বড় ক্ষমতাধর হোক না কেন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।