১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের তরুণদের তৃতীয় জয়

পিটারমারিসবার্গের সিটি ওভাল মাঠে রোববার চতুর্থ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭০ রান করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪০.২ ওভারে ২ উইকেটে ১৭২ রান করে মেহেদি হাসান মিরাজের দল।

এই জয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয়টিতে হেরেছিল তারা।

ছোট লক্ষ্যে খেলতে নেমে ৩৩ রানের মাথায় পিনাক ঘোষকে হারালেও সেটা বাংলাদেশের জন্য কোনো ভাবনার কারণ হয়নি। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ১২৪ রানের জুটি গড়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। ১২২ বলে ৬টি চারের সাহায্যে সাইফ ৫৪ রান করে ফিরলেও হার মানেননি শান্ত। অপরাজিত ৬৯ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ৯৪ বলের এই ইনিংসে ৮টি চার মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এর আগে স্বাগতিক দলকে অল্প রানে বেধে ফেলতে মূল ভূমিকা রাখেন সাইফুদ্দিন। ৪২ রানে ৪ উইকেট নেন তিনি।

ম্যাচ শুরুর তৃতীয় ওভারেই রিভালদো মুনস্যামিকে রান আউট করে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে আঘাত হানে বাংলাদেশ। ওই ওভারের শেষ বলে ডিন ফক্সক্রফটকে ক্যাচ আউট করেন রিফাত প্রধান। ষষ্ঠ ওভারে সাইফুদ্দিনের বলে ডি জর্জি এলবিডব্লিউ হলে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১০/৩। দলীয় স্কোরে আর ২০ রান যোগ হতে দক্ষিণ আফ্রিকা আরেকটি উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লিয়াম স্মিথের দৃঢ়তায় শুরুর ধাক্কা কাটালেও সাইফুদ্দিনের নৈপুণ্যে বড় ইনিংস গড়তে পারেনি তারা। ১৩৭ বলে ১টি চারের সাহায্যে ৫৯ রান করেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার ৬ জন ব্যাটসম্যানের রান দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি। তার মধ্যে চার জনকে শূন্য রানে ফেরায় সফরকারী বোলাররা।

দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্যে আগামী মঙ্গলবার পঞ্চম ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ দল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।