২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দরিদ্র মানুষের জন্য শেখ হাসিনার উপহার আমি পৌঁছে দেওয়ার জন্য এসেছি


টেকনাফের হ্নীলা-হোয়াইক্যংয়ে ভিজিডির চাল বিতরণ উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেছেন জননেত্রী শেখ হাসিনার এদেশের অসহায়,দরিদ্র মানুষের আস্থার ঠিকানা। তাই তিনি ভিজিডি থেকে শুরু করে বিভিন্ন দরিদ্র বিমোচনে সহায়ক প্রকল্প নিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি ভিজিডির চাল উপহার স্বরূপ আপনাদের মধ্যে বিতরণের জন্য আমাকে প্রেরণ করেছেন। তিনি আপনাদের দোয়াই যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন ততদিন আপনাদের জন্য কল্যাণমুখী প্রকল্প নিয়ে গরীব-দুঃখী অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবেন।
৬মার্চ সকাল ১০টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিজিডির চাল বিতরণ উপলক্ষ্যে একসভা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের এমপি আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম ইউনুছ বাঙ্গালী,হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন মেম্বার প্রমুখ। এছাড়া পরিষদের মেম্বার-মহিলা মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর প্রধান অতিথি আব্দুর রহমান বদি আনুষ্ঠানিকভাবে উপস্থিত জনসাধারণের মধ্যে ভিজিডির চাল বিতরণ উদ্বোধন করেন। এরপর এমপি আব্দুর রহমান বদি হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গিয়ে চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর উপস্থিতিতে ভিজিডির চাল বিতরণ উদ্বোধন করেন। এসময় পরিষদের মেম্বার-মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।