এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ স্লোগানে শনিবার সকালে নানা আয়োজনে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর অনুষ্টিত হয়েছে বর্ণাঢ্য র্যালী। র্যালীটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ। সভার আগে সমবায় দিবসের র্যালী উদ্ধোধন করেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা এমএ মন্নান। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ইফতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুর রহমান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আলহাজ সেলিম উল্লাহ, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব, জসিম উদ্দিন কমিশনার, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি হাজি নুরুল আলম, জাপা নেতা নাছির উদ্দিন, সজরুন নাহার বুলু, চিরিংগা বহুমুখি সমবায় সমিতির সম্পাদক ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লিটন, চকরিয়া দর্পণ সমিতির সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল, কোর্ট রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ডা: খাইরুল আলম, চকরিয়া বর্গা চিংড়ি চাষী কল্যাণ সমিতির সভাপতি ফরিদুল আলম, বনজায়গীরদার ভুমিহীন সমিতির সভাপতি সরওয়ার আলম প্রমুখ।
অনুষ্টিত র্যালীতে অংশ নেন চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলহাজ আবদুল হামিদ, সম্পাদক সেলিম উদ্দিন লিটন, সহসভাপতি নুরুল হুদা, পরিচালক হাজী মোহাম্মদ ইলিয়াছ, আনোয়ারুল এহেছান বুলুমিয়া, আলহাজ নুরুল আমিন, ইব্রাহিম খলিল কাকন, নুরুল হক, কামাল উদ্দিন, আবু সালাম, মো: গণি মোছাদ্দেক ও সাইফুল ইসলাম।
অনুষ্টিত সভায় প্রধান অতিথি হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি বলেন, টেকসই জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনের জন্য সমবায়ের কোন বিকল্প নেই। একক প্রচেষ্টায় কারো পক্ষে কিছু করা সম্ভব নয়, সেখানে সমবায়ের মাধ্যমে তা সহজেই সম্ভব। টেকসই উন্নয়নে সমবায় সেক্টর সরকারের গুরুতপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম রাজস্ব আয়ের উৎসব হিসেবে কাজ করে।
অনুষ্ঠানের উদ্বোধক চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের অন্যসব সেক্টরের সাথে সমবায় সেক্টরও যতেষ্ট অবদান রাখছে। সমবায় দর্শনে দেশের হাজার হাজার পরিবার আজ স্বাবলম্বি হচ্ছে। তিনি বলেন, দেশের আত্মসামাজিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে সমবায় সেক্টরের ভুমিকা অদ্বিতীয়।
সভা শেষে অতিথিবৃন্দ এবছর উপজেলার চিরিংগা বহুমুখী সমবায় সমিতি, বদরখালী কৃষি ও উপনিবেশ সমিতি এবং চকরিয়া দর্পন সমবায় সমিতিকে শ্রেষ্ট সমবায় প্রতিষ্ঠান হিসেবে সভাপতি ও সম্পাদকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।