নিজস্ব প্রতিবেদক : থানায় দালাল প্রতিরোধে মাইকিং ও লিফলেট বিতরণ করেছে থানা পুলিশ। গতকাল সোমবার সারাদিন উপজেলা সব ইউনিয়নে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। এসময় সাধারণ ডায়রি (জিডি) ও কোনো প্রকার অভিযোগ দায়ের করতে গেলে থানার বা বাইরের কোনো লোককে টাকা না দেয়ার কথা বলা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, একশ্রেণির লোকজন নানা কারণে থানায় ডায়রি বা অভিযোগ করতে আসার লোকজনের কাছ নানা প্রলোভন দিয়ে টাকা নেয়। এতে পুলিশের প্রতি সাধারণ মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হয়। তারা মনে পুলিশই এসব টাকা নেয়। আসলে মিথ্যা। দালালরাই এই টাকা হাতিয়ে নিচ্ছে। তিনি বলেন, ‘ভুক্তভোগীরের জন্য নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে সাধারণ ডায়রি (জিডি) ও কোনো প্রকার অভিযোগ দায়ের করতে টাকা লেনদেন না করতে অনুরোধ জানিয়ে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। প্রতিকার পেতে সরাসরি আমার (ওসি) ও অথবা দায়িত্বরত কর্মকর্তা সাথে যোগাযোগ করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।’
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।