২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

‘দুঃখিত, আমরা মুসলিমদের চাকরি দেই না’

109641_1

‘আপনার আবেদনের জন্য ধন্যবাদ। আপনাকে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমরা শুধু অমুসলিম প্রার্থীদেরকে চাকরি দিয়ে থাকি।’

এটা ছিল জিশান আলী খান নামের এক মুসলিম চাকরি প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ভারতীয় একটি নামকরা হীরা রপ্তানি কোম্পানির জবাব। কোম্পানির পক্ষ থেকে দেয়া ইমেইল বার্তায় এ কথাগুলো লেখা ছিল।

হরে কৃষ্ণা এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড নামের মুম্বাই ভিত্তিক কোম্পানিটি সম্প্রতি চাকরির বিজ্ঞাপন দেয়। ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ করা জিশান আলী খানও তার বন্ধুদের সাথে চাকরির জন্য আবেদন করেন।

নিয়ম অনুযায়ী, গত মঙ্গলবার তিনি তার সিভি কোম্পানির ইমেইলে পাঠান। এর বিশ মিনিটের মধ্যেই ফিরতি ইমেইল আসে জিশানের কাছে।

তিনি বলেন, ‘আরো বেশ কয়েকজন বন্ধুর সাথে আমিও সিভি পাঠাই। তাদের প্রায় অর্ধেককে তাৎক্ষণিকভাবে ডাকা হয়েছে। আর আমি আবেদনের বিশ মিনিটের মধ্যে একটি ফিরতি ইমেইল পাই। সেটা পড়ে আমি অবাক হয়ে যাই।’

জিশান বলেন, ‘প্রথমে আমি এটাকে কৌতুক মনে করেছিলাম। তারা যদি আমার আবেদন গ্রহণ না-ই করতে চায় তাহলে অন্য কারণ দেখাতে পারতো।’

পরে তার এই বাজে অভিজ্ঞতার কথা লিখে ফেসবুকে একটা পোস্ট করেন জিশান। এতে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি নিয়ে বেশ সমালোচনা শুরু হওয়ায় বুধবার কোম্পানির একজন সিনিয়র এক্সিকিউটিভের পক্ষ থেকে ‘দুঃখ’ প্রকাশ করে আরেকটি ইমেইল পাঠানো হয় জিশানের কাছে।

হরে কৃষ্ণার এইচআর বিভাগের প্রধান এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট মাহেন্দ্র এস. দেশমুখের পাঠানো সেই ইমেইলে বলা হয়, ‘আমরা এটা পরিস্কার করতে চাই যে, লিঙ্গ, গোত্র বা ধর্ম বিবেচনায় আমাদের কোম্পানি চাকরিপ্রার্থীদের মধ্যে কোনো বৈষম্য করে না। কোনো কারণে কষ্ট পেয়ে থাকলে আমরা গভীরভাবে দুঃখিত।’

জিশানের পক্ষ থেকে দ্য হিন্দু পত্রিকাকে দেয়া ইমেইলের একটি স্ন্যাপশটে দেখা যায় দেশমুখ আরো লিখেছেন, ‘নতুন যোগ দেয়া আমার একজন প্রশিক্ষণার্থী সহকর্মী মিসেস দিপিকা টিকে ভুল করে ইমেইলটি পাঠিয়েছিলেন।’

সূত্র: দ্য হিন্দু

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।