শহরের প্রধান সড়কের ঝাউতলা এলাকার হোটেল সাগরগাঁওয়ের সামনে থেকে শনিবার দুপুর পৌনে ২টার দিকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার যাত্রীরা হলেন- আব্দুর রহিমের ছেলে মিটু (২৫), নেছার আলী মোড়লের ছেলে মনিরুল ইসলাম (২২), নুরুল ইসলাম মোড়লের ছেলে ইমরান হোসেন (১৮), মৃত আমীর আলি সর্দারের ছেলে আব্দুস সোবাহান (৪০), মৃত তমেজ মোড়লের ছেলে মো. হায়দার (৪২) ও রেজাউল মোড়লের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান (২৫)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
আটক দালালরা হলেন- কক্সবাজার পৌরসভার পাহাড়তলী গ্রামের মৃত হাসু আলীর ছেলে মোহাম্মদ হাসান (৩০) ও টেকনাফ উপজেলার বড় ডেইলের নোয়খালী গ্রামের আবুল কালামের ছেলে নুরুল আলম (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।