২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কারাফটকে সংবর্ধিত

দু’মাস কারাবাসের পর ফের জনতার কাতারে সমাজ সেবক মোহাম্মদুল করিম

বিশেষ প্রতিবেদক:
মোরশেদ হত্যা মামলায় দীর্ঘ ২ মাস ৮ দিন কারাবাসের পর আবারো জনতার কাতারে বিশিষ্ট সমাজসেবক,দানবীর,  পিএমখালীর জনপ্রিয় নেতা  বাংলাবাজার হযরত আয়েশা সিদ্দিকা( রাঃ) বালিকা আলিম মাদ্রাসার সভাপতি মোহাম্মদুল করিম।গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার  জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। মুক্তির পর কারাফটকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, কক্সবাজার শহরের স্বনামধন্য স্কুল আবুজর আল-গিফারী একাডেমী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলম, কক্সবাজার  সরকারি মহিলা কলেজের হিসাব রক্ষক মনির হোসেন, আয়েশা সিদ্দিকা রাঃ বালিকা মাদরাসা পরিচালনা কমিটির  সদস্য মোবাশ্বের কোম্পানি, খরুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মুজিব সওদাগর,  মধ্যম বাহার ছড়ার বিশিষ্ট ব্যবসায়ী  তোফায়েল আহমেদ, আলমগীর কবির রিপন, তানভীর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম, হুমায়ুন আহমেদ, শাহাবুদ্দিন প্রমুখ।
এছাড়া তিনি মুক্তির পর তার নিজ এলাকা পিএমখালীর গোলার পাড়ায় পৌঁছলে এলাকার শত-শত নারী পুরুষ তাকে এক নজর দেখার জন্য জড়ো হন। অনেকেই ফুলেল শুভেচ্ছা জানান।
কারা মুক্তির পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদুল করিম জানান, মোরশেদ হত্যার ঘটনার দিন  তিনি পিএমখালীর ঘর থেকে দুপুর ১২টায় বের হয়ে কক্সবাজার যান। পৌরসভা মসজিদে জোহরের নামাজ আদায় করেন৷ সেখান থেকে অফিসে সময় কাটিয়ে খুরুস্কুল রাস্তার মাথায় ‘তানজিমুল উম্মাহ মাদ্রাসায়’ ছেলেদের দেখতে এবং তাদের বেতন দিতে যান। সেখানে আছরের নামাজ আদায় করেন৷ মাগরিব ও তারাবির নামাজ আদায় করেন ঐতিহ্যবাহি বদরমোকাম জামে মসজিদে। রাত ১০টা ৪৫ মিনিটে তারাবির নামাজ শেষ হয়। রাত সাড়ে ১১টায় তিনি কক্সবাজার ত্যাগ করেন পিএমখালী যান।
তিনি আরও বলেন, মোরশেদ হত্যাকান্ডের সময় আগে বা পরে আমি  তানজিমুল উম্মাহ মাদ্রাসায় ছিলাম। ছেলেদের দেখতে এবং তাদের বেতন দিতে সেদিন সেখানে গিয়েছিলাম। যার ভিডিও ফুটেজ সংরক্ষণ আছে। যা দেখলে স্পষ্ট হওয়া যাবে যে, আমি কোনভাবে মোরশেদের নারকীয় হত্যায় জড়িত ছিলাম না। অহেতুক একটি মামলাবাজ চক্র ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ করছেন!
আমিসহ নিরহ ব্যক্তিদেরকে উক্ত মামলা থেকে অব্যাহতি প্রদান করে নারকীয় হত্যাকান্ডে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।