কক্সবাজার সরকারি কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী জীবনে কোনদিন দুর্নীতি না করার শপথ নিলো। সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়া ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-(টিআইবি)’র সহায়তায় গঠিত ইয়েস ফ্রেন্ডস গ্রুপ কক্সবাজার শাখার আয়োজনে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশনের শেষ পর্বে কলেজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এ শপথ গ্রহণ করেন। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ইয়েস ফ্রেন্ডস উপদেষ্টা ও কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ উল্লাহ। টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম.ফজলুল করিম চৌধুরী। এসময় উপ¯ি’ত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবু রায়হান মোঃ আশিকুর রহমান, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম মানেজার কাজী শফিকুর রহমান ও মোঃ হাসান আলী, প্রোগ্রাম ম্যানেজার মেহেদী হাসান, ইয়েস ফ্রেন্ডস দলনেতা সুমন চন্দ্র দে, উপ-দলনেতা মোঃ আদিল ও সোহেলী আক্তার মনি, সাবেক দলনেতা এনামুল হক প্রমুখ। পুরো অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেন কলেজের প্রভাষক মোঃ কাশেম। এর আগে অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন’ বিষয়ক ওরিয়েন্টেশন পরিচালনা করেন ইয়েস ফ্রেন্ডস এর সাবেক দলনেতা দিদারুল আলম।
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ এই স্লোগানকে উপজীব্য করে তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার জন্যই আয়োজন করা হয় উক্ত ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে দেশপ্রেম এবং এর গুরুত্ব তুলে ধরে দেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের প্রয়োজনীতা অত্যন্ত সুন্দরভাবে উপ¯’াপন করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত কুইজের এক একটি প্রশ্নে বিশাল হলভর্তি পাচঁ শতাধিক শিক্ষার্থীর বেশীর ভাগ উত্তর প্রদানের আগ্রহ প্রদান করলে অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে উঠে। কুইজে বিজয়ী পাচঁ জন নারী শিক্ষার্থীসহ মোট দশ জনকে পুরস্কৃত করা হয়।
সহকারি অধ্যাপক মুহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ফজলুল করিম বলেন, দুর্নীতি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। দেশ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে দেশের কাংখিত উন্নয়ন বাধাগ্র¯’ হবে। তিনি শিক্ষার্থীদের পেশাগত জীবনে দুর্নীতিমুক্ত থাকার আহবান জানান। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মানবীয় গুণাবলী জাগ্রত করার মধ্য দিয়ে দুর্নীতির মোকাবেলা করতে হবে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন আয়োজনের জন্য তিনি সনাক-টিআইবি কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে ইয়েস ফ্রেন্ডস উপদেষ্টা মুহাম্মদ উল্লাহ বলেন, দুর্নীতিবিরোধী কার্যক্রমকে বেগবান করার জন্য তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণরাই দুর্নীতি থেকে দেশের মানুষকে মুক্তি দিতে পারে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি দুর্নীতি প্রতিহত করতে সবার আগে নিজের বিবেক জাগ্রত করা, বই পড়া, অনুকরণীয় ব্যক্তিত্ব খুঁজে নেওয়া এবং সর্বোপরি দুর্নীতির বিরুদ্ধে আরো সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্নীতিকে রুখতে হলে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সো”চার হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করবে। তাই সনাক-টিআইবি এই শিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের মানসপটে দুর্নীতিবিরোধী চেতনা সম্পর্কে সংবেদনশীলতা তৈরীর জন্য এই কর্মসূচীর আয়োজন করে। এর আগে সকালে কলেজ ক্যাম্পাসে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর করে ইয়েস ফ্রেন্ডস সদস্যরা। কার্টুন প্রদর্শনী উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ফজলুল করিম চৌধুরী। এসময় ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর হোসাইন আহমদ আরিফ ইলাহী, প্রভাষক মিঠুন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।