২ এপ্রিল, ২০২৫ | ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ মিজান র‍্যাবের হাতে আটক


নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার র‍্যাব ১৫এর  অভিযানে অস্ত্র কার্তুজসহ একজনকে আটক করেছে  র‍্যাবের আভিযানিক টিম।  ০২/০১/২০২৩তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার সদর থানাধীন পাওয়ার স্টেশনের বিপরীত পার্শ্বের লিটলমটরস লিমিটেড এর সামনে  একজন ব্যক্তি অবৈধ অস্ত্রগুলি নিয়ে অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্তসংবাদের ভিত্তিতে র‍্যাব১৫ এর আভিযানিক দল অদ্য ০৩/০১/২০২৩ তারিখ অনুঃ ১০:০০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালেএকজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল কর্তৃক  আটক হয়।

আটককৃত মোঃ মিজানুর রহমান (২৬), পিতাইয়ার মোহাম্মদ সওদাগর, মাতারোকেয়া বেগম, সাংপূর্ব লার পাড়া, বাসটার্মিনাল (এয়ার মোঃ সওদাগরের বাড়ী), ১নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানাকক্সবাজার সদর, জেলাকক্সবাজার জানা যায়।

এসময় ধৃত ব্যক্তির দেহ শপিং ব্যাগ তল্লাশী করে তার নিকট হতে দেশীয় তৈরী ০২টি ওয়ান শুটারগান ০২ রাউন্ড কার্তুজউদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলির বিষয়ে ধৃত ব্যক্তির নিকট জানতে চাইলে সে জানায়, স্থানীয় এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্রসমূহ তার হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজসহ র‍্যাব১৫এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কার্তুজসহ বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার সদরমডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।       

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।