রাজধানী ঢাকার ৯ এবং এর বাইরে পাঁচ স্থানে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই ১৪ প্রতিষ্ঠানে ৫৫০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪৬৮টির। এছাড়া এখন পর্যন্ত মোট ৩ হাজার ৬১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানী ঢাকার ৯ এবং এর বাইরে পাঁচ স্থানে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই ১৪ প্রতিষ্ঠানে ৫৫০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪৬৮টির। এছাড়া এখন পর্যন্ত মোট ৩ হাজার ৬১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৩ জন। এছাড়া এখন পর্যন্ত মোট ৪৪৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছিলো। তাদের মধ্যে ৩৩৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১০৭ জন আইসোলেশনে রয়েছেন।
দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ১২ জনের। যদিও এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ সময়ের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। নতুন করে ৩৫ জন করোনা রোগী শনাক্ত করা গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২৩। নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেননি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।