লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনস্থ বেষ্ট চৌধুরী প্লাজা চত্বরে গত ২৯ জুলাই বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও গণ মানুষের জননন্দিত নেতা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ম.ম.টিপু সোলতান চৌধুরী। উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী। উপজেলা যুবলীগ সদস্য মো: জয়নাল আবেদীনের ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মো: মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কেন্দ্রীয় যুবলীগ সদস্য গিয়াস উদ্দিন সুজন, জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ দেব, দপ্তর সম্পাদক মো: নাজিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক অরূপ সেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম.এ গণি সম্রাট, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম.আব্দুল জব্বার, আওয়ামী যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য নুরুল আলম জিকু, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফজলে এলাহী আরজু, যুগ্ন আহ্বায়ক ও সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নান মো:ফারুক, পদুয়া ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ. ওয়াহেদ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যন হাজী মো: ইউনুচ, উপজেলা প্রভাবশালী যুবলীগ নেতা মো: বাদ্শা খালেদ, উপজেলা যুবলীগের সদস্য ও কলাউজান ইউপি সদস্য মো: সালাহ্ উদ্দিন সিকদার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো: তাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা ইফতেখার আহমদ তুষার প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে বিরোধী দলের নেতারা হতাশ হয়ে পড়েছেন। তারা বর্তমান সরকারের সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আওয়ামী রাজনীতির নেতাকর্মী ও সমর্থকদেরকে এব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশ ও জাতির আরো অধিকতর উন্নয়নে বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য দলের নেতাকর্মী ও সমর্থকদেরকে প্রস্তুতি গ্রহন করার পরামর্শ দেন। সমাবেশ চলাকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে বড় বড় মিছিল এসে সমাবেশে যোগ দেয়। পরবর্তীতে উক্ত যুব সমাবেশ জন সমুদ্রে পরিণত হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।