এদেশের সকল ধর্মীয় শ্রেণির পেশার মানুষের অকুণ্ঠ ভ্রাতৃত্ববোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহানুভুতি ও ভালবাসা জানান দিচ্ছে এদেশের চলমান সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে। পৃথিবীর কোন দেশে এধরনের বিভিন্ন সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন নেই। সুতরাং এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে অনুকরণীয় হয়ে থাকবে। গতকাল সোমবার বিকাল ৪ টায় উখিয়া থানা পুলিশ কর্তৃক আয়োজিত থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন উপস্থিত বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের উদ্দেশ্যে একথা বলেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওসি (তদন্ত) মোঃ কায় কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে প্রধান অতিথি আরো বলেন, মাদকের মরণ ছোবল থেকে যুবক সমাজকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মসজিদের ইমাম, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজকে মাদক সেবন ও পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তিনি রোহিঙ্গা সমস্যাকে আন্তর্জাতিক সমস্যা হিসাবে আখ্যায়িত করে বলেন, রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী সামাধানের জন্য সরকার কাজ করছে।
ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখে আন্তর্জতাকি পরিসরে তা সমাধানের চিন্তা ভাবনা চলছে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার) মোঃ আফরাজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মার্মা। বক্তব্য রাখেন, রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, কমিউনিটি পুলিশের সভাপতি শফিউল আলম বাবু, পূর্ব রত্নাপালং বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদন সুবধন বড়ুয়া, উখিয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সম্পাদক রূপম বড়ুয়া, শৈলের ডেবা চন্দ্র উদয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি জ্ঞানদর্শী বড়ুয়া, সম্পাদক রাহুল বড়ুয়া, কোটবাজার বৌদ্ধ বিহার সুরক্ষা কমিটির সভাপতি মধু সুদন বড়ুয়া, মরিচ্যা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন বড়ুয়া, পূর্ব হলদিয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবু সেন বড়ুয়া, উখিয়া পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রবিন্দ্র দাশ রবি, কক্সবাজার বৌদ্ধ খ্রিষ্ট প্রচার সংঘের সভাপতি ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া, উখিয়া কলেজের প্রভাষক প্লাবন বড়ুয়া।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্টেশন জামে মসজিদের খতিব মুজিবুর রহমান, গীতা পাঠ করেন ভৈরব মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী, ত্রিপিঠক পাঠ করেন ইন্দ্রবংশ মহাথের। মতবিনিময় সভায় বৌদ্ধ নেতৃবৃন্দরা বৌদ্ধ বিহার নিরাপত্তা জনিত কারণে কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং বুড়ির ঢালা এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবী জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।